বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নাটোরে ঠিকাদারির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে একজন নিহত 

নাটোর প্রতিনিধি

নাটোরে ঠিকাদারির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে একজন নিহত 

নাটোর পৌরসভা চত্ত্বরে ঠিকাদারির টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর হিরো ও হাসু গ্রুপের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) এ সংঘর্ষে সিহাব হোসেন শিশির নামে একজন নিহত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হাসু নামের অপরজনের হাতের আঙুল কেটে ফেলে প্রতিপক্ষ। 

এ ঘটনায় পুলিশ ৫নং ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও হাসুকে আটক করেছে। নিহত শিহাব হোসেন শিশির নাটোর শহরের মল্লিকহাটি এলাকার মোজাহার আলী মুন্নার ছেলে এবং আহত মো. হাসু কান্দিভিটুয়া এলাকার আলম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভা চত্ত্বরে ঠিকাদারী কাজের টাকা ভাগাভাগি নিয়ে রোকনুজ্জামান হিরো ও মো. হাসানুর রহমান হাসু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এতে ধারালো অস্ত্রের আঘাতে সিহাব হোসেন শিশির নামে একজন গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশিরকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় একজন মারা গেছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলছে। ঘটনার পরে পুলিশ দুজনকে আটক করেছে বলে তিনি জানান।

টিএইচ